মুম্বাই, ০৮ এপ্রিল- দুদিন জেলে থাকাকালীন ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সুপারস্টার সালমান খান। এছাড়াও কফি পান কমিয়ে দেবেন বলিউডের ভাইজান। এমনটাই দাবি করেছেন সালমানের সঙ্গে থাকা ভারতের স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু। ধর্ষণের দায়ে অভিযুক্ত এ ধর্মগুরুর দাবি, তার সান্নিধ্যে ভীষণ শান্ত ছিলেন সালমান। জেল থেকে বেরিয়ে সালমান একেবারেই ধূমপান ছেড়ে দেবেন বলে তাকে কথা দিয়েছেন। কফি পানও কমিয়ে দেবেন। হরিণ শিকার মামলার রায়ের পর বৃহস্পতি ও শুক্রবার দুই রাত যোধপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাকে। শনিবার দুপুর ৩টার পর সালমান খানের জামিনের আবেদনের রায় দেন ভারতের আদালত। আদালতে জামিন পেয়ে কয়েক ঘণ্টার মধ্যেই চার্টার্ড বিমানে মুম্বাইয়ে ফেরেন ভাইজান। আরও পড়ুন:জামিন পেয়ে ভক্তদের মাঝে সালমান খান এখন নিজ বাড়িতেই অবস্থান করছেন সালমান। আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না তিনি। মে মাসের ৭ তারিখে আবার তাকে যোধপুর আদালতে হাজিরা দিতে হবে। মামলার নথিতে বলা হয়, ১৯৯৮ সালের ১ ও ২ অক্টোবর যোধপুরে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের মাঝে আলাদা আলাদা জায়গায় দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান খান। ওই সময় তার সঙ্গে ছিলেন সাইফ আলী খান, নীলম, টাবু ও সোনালী বেন্দ্রে। যদিও আদালত তাদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। সূত্র: আরটিভি এমএ/ ০৪:৪৪/ ০৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GIBcLd
April 08, 2018 at 10:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top