ত্রিপুরা, ২৭ এপ্রিল- ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মিস ওয়ার্ল্ড ইস্যুতে তার সম্প্রতি দেয়া বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভারতের হয়ে বেশ কয়েকজন মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্সের মতো বিশ্ব সুন্দরীদের খেতাব জিতেছেন। তাদের মধ্যে দুজন নিয়ে বক্তব্য দিয়েছেন ওই রাজনীতিবিদ। সেই দুই জন হলেন সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই ও ডায়না হেইডেন। আরও পড়ুন: ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বক্তব্য, ঐশ্বরিয়াই প্রকৃত অর্থে সুন্দরী এবং ভারতীয় নারীদের প্রতিনিধিত্ব করেন। কিন্তু ডায়নার ক্ষেত্রে সে কথা খাটে না। বৃহস্পতিবার আগরতলায় বিপ্লব দেব বলেন, এমনকি ডায়না যখন বিশ্ব সুন্দরীর খেতাব পেল তখন সবাই এটা নিয়ে হাসাহাসি করেছে। আপনারা বলেন, ডায়না কি এটার যোগ্য ছিল? ঐশ্বরিয়া পেয়েছে, এটা ঠিক ছিল। কারণ সে ভারতীয় নারীর সোন্দর্য ধারণ করেন। সুন্দরের সেই শ্রেণির মধ্যে ডায়ানা পড়েন না। তবে যাই হোক আমি এর বিরোধিতা করছি না। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/0৯:00/ ২৭ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HCpxtK
April 28, 2018 at 01:05AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন