এ কে আজাদ, চাঁদপুর : ঝড়ের কবলে পড়ে প্রায় চার শতাথিক যাত্রী নিয়ে মেঘনার চরে আটকা পড়েছে ঢাকাগামী চাঁদপুরের লঞ্চ এমভি দেশান্তর। রোববার (২৯ এপ্রিল) সকাল দশটায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া চরে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি। তবে যাত্রীরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ। ওই লঞ্চের মালিক প্রতনিধি মিল্টন জানান , ঢাকা থেকে তাদের আরেকটি লঞ্চ এমভি সোনারতরি দূর্ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে গন্তব্যে প্রেরনের ব্যবস্থা করছেন।
লঞ্চে থাকা যাত্রী মিজানুর রহমান জানান, সকাল ৭টা ২০ মিনিটে চাঁদপুর ঘাট থেকে দেশান্তর লঞ্চ ঢাকার উদেশ্যে ছেড়ে আসে। সকাল সাড়ে নয়টার সময় প্রচন্ড ঝড় শুরু হলে চালক মুন্সিগঞ্জের কাছাকাছি চরে লঞ্চ থামিয়ে অবস্থান করেন। প্রায় আধা ঘন্টার প্রবল ঝড় বৃষ্টি থেমে যাবার পর দেখা যায় লঞ্চটি ওই স্থানের চরে আটকে আছে। অনেক চেষ্টা করেও চালক সেটি নামাতে পারেনি।
ওই যাত্রী আরো জানান, চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া এমভি ঈগল-৩ লঞ্চটিও একই স্থানে ঝড়ের কবলে পড়েছিল, তবে সেটি চরে আটকায়নি বলে ঢাকার উদ্দেশ্যে চলে যায়।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2r7Zbc6
April 29, 2018 at 02:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন