৪,০০০ বছর পুরোনো মাথার রহস্য ফাঁস

কায়রো ও বোস্টন, ৮ এপ্রিলঃ ৪,০০০ বছর পুরোনো পুরাতাত্ত্বিক রহস্য উদঘাটন করল এফবিআই। ১৯১৫ সালে মিশরের ডেয়ার-এল-বাহরি উপত্যকায় সমাধি থেকে একটি মামির কাটা মাথা উদ্ধার হয়েছিল। মাথাটি কার ও কীভাবে সেটি দেহ থেকে বিচ্ছিন্ন হল তা নিয়ে ১০০ বছর ধরে ঐতিহাসিকদের মধ্যে জল্পনা চলছিল। শেষে পর্যন্ত রহস্য ভেদে এগিয়ে আসে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। মমির দাঁতের ডিএনএ টেস্ট করে তারা এর আসল পরিচয় জানতে পেরেছে।

বোস্টন মিউজিয়ামের কিউরেটর রিটা ফ্রিডা জানিয়েছেন, এফবিআইয়ের তদন্ত থেক জানা গিয়েছে, মমির মাথাটি আদতে জেহুতনাকহত নামে একজন পুরুষের। ৪,০০০ বছর আগে তিনি মিশরের একটি প্রদেশের গভর্নর ছিলেন। মৃতের পাশে তাঁর স্ত্রীকেও সমাধিস্থ করা হয়েছিল। চোরেরা সমাধি লুট করার সময় মাথাটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uVWkrU

April 08, 2018 at 11:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top