মানালি, ১৮ এপ্রিলঃ ১৯৯৫ সালে দেশের প্রথম প্লাস্টিক বর্জিত শহর হিসেবে নজির গড়েছিল হিমাচল প্রদেশের ছোট্ট শহর মানালি। এবার দেশের প্রথম ‘হংক ফ্রি’ শহর হিসেবে একই নজির গড়তে উদ্যোগী মানালি।
সেই লক্ষ্যেই বিভিন্ন প্রচার কর্মসূচি নিয়েছে স্থানীয় প্রশাসন। ৭০ শতাংশ দূষণ সৃষ্টি হয় গাড়ির হর্ন থেকে। চালকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। ১০ এপ্রিল শহরজুড়ে সাইকেল র্যালিও করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন শহরের যুবা ও প্রবীণরা। প্রশাসন সূত্রে খবর, গোটা মাস ধরেই এই কর্মসূচি চলবে।
সব মহলের পরামর্শ নিয়েই মানালিকে হর্ন-মুক্ত শহর হিসেবে গড়ে তোলা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J65nZu
April 18, 2018 at 04:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন