নগরীতে জোড়া খুনের মামলা তদন্তে পিবিআই

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন খারপাড়ায় জোড়া খুনের মূল হোতাদেরকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আলোচিত এ মামলাটির তদন্তে নেমেছে পিবিআই।

পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নেমে মামলার মোড় ঘুরিয়ে দিয়ে বেশ সুনামও অর্জন করেছে বিশেষায়িত এ সংস্থাটি। ঘটনার শুরু থেকেই পিবিআই’র একটি চৌকস দল প্রযুক্তিসহ নানা ধরণের তথ্য সংগ্রহ করে মাঠে নামে।

যেখানে কোতোয়ালি থানা পুলিশ বিভিন্ন জনকে আটক করে জিজ্ঞাসাবাদেই শুধু সীমাবদ্ধ ছিল। আজ বুধবার (১৮ই এপ্রিল) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই’র একটি দল খারপাড়ার ১৫/জে বাসাটিতে গিয়ে সরেজমিনে গিয়ে প্রথম দফায় তদন্ত কাজ শুরু করে।

পিবিআই সিলেটের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক বলেন- উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আলোচিত জোড়া খুনের তদন্তে করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ পাওয়ার পর পিবিআই একটি দল খারপাড়ার ওই বাসাটিতে গিয়ে কিছু আলামত সংগ্রহ করেছে। মামলাটি তদন্তের পর মামলার অগ্রগতি সম্পর্কে অবগত করা হবে।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2qJkIHV

April 18, 2018 at 11:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top