বিজেপি ছাড়লেন যশবন্ত সিনহা

নয়াদিল্লি, ২১ এপ্রিলঃ বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। শনিবার দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। বিজেপি ছাড়ার সঙ্গে সঙ্গে ‘রাজনৈতিক সন্ন্যাস’ নেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করেছেন তিনি।

আজ পাটনায় এক সভায় তিনি বলেন, সব ধরনের দলীয় রাজনীতি থেকে ছুটি নিচ্ছেন তিনি। বিজেপির সঙ্গেও যাবতীয় সম্পর্ক চুকিয়ে দিচ্ছেন। তবে একইসঙ্গে দেশে ‘গণতন্ত্র রক্ষা’য় জোরদার আন্দোলনে নামবেন বলেও ঘোষণা করেছেন তিনি।

বিগত কয়েক বছর ধরেই বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধোনা করে চলেছেন যশবন্ত সিনহা। কৃষক-স্বার্থ থেকে বিদেশনীতিতে ব্যর্থতা- বিভিন্ন ইস্যুতে তাঁর নিশানায় এসেছেন প্রধানমন্ত্রী। বিরোধী নেতাদের সঙ্গেও একাধিকবার বৈঠকে সামিল হয়েছেন তিনি। সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলে তাঁর সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2F5H8rV

April 21, 2018 at 05:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top