ঢাকা, ০৩ এপ্রিল- সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়ন কিশোরী ফুটবলারদের সংবর্ধনা দিতে গণভবনে ডেকেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান চলাকালে মেয়েরা অনেকে প্রধানমন্ত্রীকে বারবার ম্যাডাম বলে সম্মোধন করছিলেন। প্রধানমন্ত্রী তখন মেয়েদের বলেন, আমাকে নানী বা দাদী বলবা। তোমাদের মতো আমার নাতী-নাতনী আছে। মঙ্গলবার বাফুফে ভবনে বসে সেই স্মরণীয় দিনের গল্প বলছিলেন অনূর্ধ্ব-১৫ দলের দুই শামসুন্নাহার। হংকংয়ে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তিন প্রতিপক্ষের জালে ২৪ গোল দিয়ে। এর মধ্যে ৮টি করেছেন তহুরা। শামসুন্নাহার (জুনিয়র) করেছেন এক হ্যাটট্রিকসহ ৪ গোল এবং শামছুন্নাহার (সিনিয়র) করেছেন ৩ গোল। নিজেদের বেড়ে ওঠা, ফুটবল খেলা এবং আন্তর্জাতিক অঙ্গনে ট্রফি জয়ের গল্পের সময়ই ময়মনসিংহের দুই কিশোরী শোনালো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নেয়ার কিছু স্মরণীয় কাহিনী। আমি ২০১৪ ও ২০১৫ সালে বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছি। সাফ জয়ের পর নিয়েছি। যতক্ষণ তার সঙ্গে ছিলাম, খুব ভালো লেগেছে। বিশেষ করে সাফ জয়ের পর প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে- বলছিলেন শামসুন্নাহার (ছোট)। আরও পড়ুন: হংকংজয়ী মেয়েদের যুক্তরাষ্ট্রে খেলানোর উদ্যোগ ছোটর মুখের কথা কেড়ে নিয়ে বড় শামছুন্নাহার বললেন, প্রধানমন্ত্রী আমাদের যখন বললেন তাকে নানি বা দাদি ডাকতে, তখন আমরা এক সঙ্গে বেশ কয়েকজন তাকে নানী ও দাদী বলে ডেকেছিলাম তোর মনে নেই? ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের বলেছিলেন, তোমরা যতবার চ্যাম্পিয়ন হবা, ততোবার সংবর্ধনা দেবো। হংকং জয়ের পর কিশোরী ফুটবলাররা আশা করছেন, আবার তারা প্রধানমন্ত্রীর সান্নিধ্যে যেতে পারবেন, আবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন, ছবি তুলতে পারবেন। যদি সে সুযোগ পায় তিনমাসে দুটি আন্তর্জাতিক ট্রফি জয় করা মেয়েরা তাহলে প্রধানমন্ত্রীকে এবার তারা দাদী কিংবা নানীই বলবে। আমরা তো প্রধানমন্ত্রীর নাতনী। তাই আবার দেখা হলে আমরা তাকে দাদী কিংবা নানী বলেই ডাকবো-বলেন বড় শামছুন্নাহার। সূত্র: পূর্বপশ্চিম আর/১০:১৪/০৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JgqZ6o
April 04, 2018 at 06:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top