মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) থেকে :: জোয়া,মদ,গাঁজা, ডাকাত গ্রেফতারের পর এবার বিশ্বনাথে অসামাজিক কার্যকলাপের আস্তানায় অ্যাকশন নামেন বিশ্বনাথ থানা পুলিশ। বুধবার রাতে উপজেলা সদরের পুরান বাজার ও পুরান বাজারস্থ এলাকায় বিশ্বনাথ থানার ওসি নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্য-কলাপের অভিযোগে মহিলাসহ ১০জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নাগরপুর গ্রামের সুলতান মিয়া ছেলে বাদশা মিয়া (৩৬), ময়মনসিংহ জেলার দোবাউড়া থানার দক্ষিণ মাঝনগর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জালাল মিয়া (৩৫), সিলেট জেলার ওসমানীনগর থানার রামকৃঞ্চপুর গ্রামের মৃত আবদুল মনাফের মেয়ে কলি বেগম (২৭), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নাগরপুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী মধুমা বেগম (৪২), হবিগঞ্জ জেলার হবিগঞ্জ থানার রিচি গ্রামের জালাল মিয়ার স্ত্রী রুজি বেগম (৩২), বিশ্বনাথ নওধার গ্রামের মৃত আহমদ আলীর মেয়ে হুছনা বেগম (২০), দশঘর গ্রামের আবদুল মতলিবের স্ত্রী নিলুফা বেগম (৪৪), সুনামগঞ্জ সদর থানার মালাইগাঁও গ্রামের রুবেল আহমদের স্ত্রী শাহেনা বেগম (২২), বিশ্বনাথের রামপাশা শ্রীপুর গ্রামের আবদুল আজিজের স্ত্রী খালেদা বেগম (৩৫), ওসমানপুর গ্রামের রহিম উল্লার স্ত্রী পিয়ার বেগম (৪০)। আটককৃতদের আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে পুলিশ জানিয়েছে।
জানাগেছে, বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ গরু হাটায় এলাকায় টিনসেটের কলোনী রয়েছে। ওই কলোনীর ভিতরে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছেন। উপজেলা সদরের নতুনবাজারস্থ রাজনগর এলাকাধীন একটি কলোনীতে অসামাজিক কার্যকলাপে চলে আসছে। এতে এলাকার যুবসমাজ নষ্ট হচ্ছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম ও ওসি (তদন্ত) দুলাল আকন্দ এর নেতৃত্বে একদল পুলিশ বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ওই এলাকাগুলোতে অভিযান চালায়। এতে মহিলাসহ ১০জনকে আটক করতে সক্ষম হয়।
অসামাজিক কার্যকলাপের আস্তানায় পুলিশের অ্যাকশনের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, মাদক-জোয়া-অসামাজিক কার্যকলাপ এলাকায় হতে দেয়া হবেনা। যেখানে এধরনের ঘটনার সংবাদ পাওয়া যাবে, সেখানে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2GFu5yQ
April 05, 2018 at 03:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন