নয়াদিল্লি, ২৮ এপ্রিলঃ ভারত-তিব্বত সীমান্তে আরও ৯৬টি বর্ডার আউটপোস্ট তৈরি করবে ভারত। শুক্রবার ইউহানে বৈঠকের পর চিনকে একথা জানাল নরেন্দ্র মোদি সরকার।
প্রধানমন্ত্রী চিনা প্রেসিডেন্টকে বলেন, ৩ হাজার ৪৮৮ কিমি দীর্ঘ ভারত-চিন সীমান্তে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিটি)-এর আউটপোস্ট আরও বাড়াবে কেন্দ্র।
বেআইনি চিনা অনুপ্রবেশ রোখার পাশাপাশি সীমান্তরক্ষার জন্য বাহিনীদের দীর্ঘ পথ ঘুরতে হবে না এবং ১২ হাজার থেকে ১৮ হাজার ফুট উঁচুতে রেশন পৌঁছনোও আরও সহজ হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ। ৯৬টি নতুন আউটপোস্ট তৈরি হলে, ভারত-চিন সীমান্তে আইটিবিটি-র মোট আউটপোস্ট বেড়ে হবে ২৭২।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FpBoJE
April 28, 2018 at 02:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন