কমনওয়েলথ গেমসে বাংলাদেশের নামের পাশে যোগ হল আরেকটি পদক। চলতি আসরের অষ্টম দিনে রৌপ্যপদক জিতে দেশকে গৌরবে ভাসালেন শাকিল আহমেদ। ৫০ মিটার এয়ার রাইফেলে পদকটি জিতেছেন এ শুটার। এ নিয়ে দুটি পদক বগলদাবা করল বাংলাদেশ। অবশ্য দুটিই রৌপ্য। এ রৌপ্য জয়ে পদক তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৪তম। অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে এবারের আসরে অংশ নিচ্ছে ৭১ দেশ। ২০১৩ সালে সেনাবাহিনীতে যোগ দেন শাকিল। ২০১৪ সালে শুটিং ক্যারিয়ারে পথচলা শুরু তার। মূলত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। চলমান আসরে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে ১৫০ দশমিক ১ স্কোর করে ষষ্ঠ হন এ সৈনিক। আরও পড়ুন: অঘটন ঘটিয়ে বার্সাকে উড়িয়ে সেমিফাইনালে রোমা তবে ৫০ মিটার এয়ার রাইফেলে যে কম যান না, পদক জিতে যেন তারই প্রমাণ দিলেন শাকিল। এর আগে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জেতে দেশবাসীকে আনন্দের জোয়ারে ভাসান দেশসেরা শুটার আব্দুল্লাহ হেল বাকি। তথ্যসূত্র: যুগান্তর এআর/১১:৪০/১১ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JBhoHf
April 11, 2018 at 05:36PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন