রাজ্যের মকুটে নয়া পালক

কলকাতা, ১৮ এপ্রিলঃ আগেই গোটা বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প। এবার ফের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
এ রাজ্যের পঞ্চায়েতের কাজে খুশি হয়ে বিশ্বব্যাংক দ্বিতীয়বার অনুদান দিতে চলেছে রাজ্যকে। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, ২১৭৮টি গ্রাম পঞ্চায়েতের কাজে খুশি হয়ে ৪২৬ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক।

পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, খুব শীঘ্রই এই অনুদান পঞ্চায়েত দপ্তরে এসে পৌঁছাবে এবং তারপরই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের জন্য তা বন্টন করে দেওয়া হবে। জানা গিয়েছে, আগস্ট মাসেই প্রতিটি পঞ্চায়েতের মেয়াদ শেষ হতে চলেছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HahTqp

April 18, 2018 at 02:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top