কলকাতা, ২৯ এপ্রিল- আসন্ন পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি। এমনকী তিনি দাবি করেন, একা তিনি নন ঝাড়গ্রামের আরও নজন অঞ্চল সভাপতি মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তঁদের সঙ্গে পাঁচ হাজার কর্মীও দল ছাড়ার জন্য প্রস্তুত বলেও দাবি করেন ঝাড়গ্রাম জামবনী ব্লকের চার নম্বর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি রাজু মান্ডি। শনিবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেযদিনে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। জামবনী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের মনোনীত কোনও প্রার্থীকে দলীয় প্রতীক দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই দুপুর দুটো পর্যন্ত ব্লক তৃণমূল নেতৃত্বকে সময় দেওয়া হয় যুব সংগঠনের তরফে। যুব নেতৃত্বের দাবি, এই সময়ের মধ্যে ব্লক স্তরের কোনও নেতা তাঁদের মনোনয়নের ব্যাপারে হস্তক্ষেপ করেনি। তাই অঞ্চল যুব সভাপতির তরফে দল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর জামবনী ব্লকের অন্তর্গত ৪ নম্বর অঞ্চল সভাপতি রাজু মান্ডি ঘোষণা করেন দল ছাড়ার কথা। সেইসঙ্গে তিনি জানান, আমরা যে দলকে ভালোবাসি। সেই দলের ক্ষতি হোক চাই না। তাই আমাদের প্রার্থীপদ আমরা প্রত্যাহার করে নিয়েছি। কিন্তু সেইসঙ্গে আমরা এই দলের সঙ্গে সম্পর্কও ছিন্ন করছি। তার কারণ দল আমাদের কথা ভাবেনি। আমাদের কথা দল কর্ণগোচরই করেনি। এটা আমাদের কাছে অপমান। সেইসঙ্গে তিনি দাবি করেন, আমরা এখনই কোনও দলে যোগ দিতে চাই না। তবে ভবিষ্যতে অন্য কোনও দলে যোগ দিতেও পারি। এখনই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা দলত্যাগ করে দলীয় নেতৃত্বের কাছে আমাদের প্রতিবাদ পৌঁছে দিতে চাইছি। সূত্র: ওয়ান ইন্ডিয়া আর/০৭:১৪/২৯ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FrxNe7
April 29, 2018 at 02:14PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন