বাঘ খুনের ঘটনায় এফআইআর দায়ের করল বন দফতর

লালগড় (পশ্চিম মেদিনীপুর), ১৪ এপ্রিলঃ   বাঘঘরার জঙ্গলে বাঘ খুনের ঘটনায় এফআইআর দায়ের করল বন দফতর। শুক্রবার সেই জঙ্গলে শিকার উৎসবে গিয়ে বাঘের আক্রমণে জখম হন ২ গ্রামবাসী। সেই দুজনের বিরুদ্ধেই শনিবার অভিযোগ দায়ের করেছে বন দফতর।

এদিন বন দফতর জানিয়েছে, বাবলু হাঁসদা ও বাদল হাঁসদা নামে দুই ব্যক্তি শুক্রবার বাঘঘরার জঙ্গলে শিকার উৎসবে গিয়েছিলেন। তখনই বাঘের আক্রমণে তাঁরা জখম হন। এরপরই জঙ্গলের মধ্যে বাঘের দেহ উদ্ধার করা হয়। বাঘ খুনের ঘটনায় তাঁদের ভূমিকা অতন্ত্য সন্দেহজনক বলে মনে করছে বন দফতর। এদিন তাঁদের বিরুদ্ধে চোরাশিকার ও সরকারি সম্পত্তি নষ্ট করার দুটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, বাঘের দেহের ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে,  বিষক্রিয়া নয়। ধারালো অস্ত্রের আঘাতেই মৃত্যু হয়েছে বাঘটির।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HnK48A

April 14, 2018 at 08:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top