নয়াদিল্লি, ১৮ এপ্রিলঃ কাঠুয়া ও উন্নাওয়ের নৃশংস ধর্ষণ কাণ্ডে দীর্ঘসময় চুপ থাকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি কটাক্ষ করে বলেন, ‘প্রধানমন্ত্রী আমায় যে পরামর্শ দেন, সেটাই উনি ফলো করলে ভালো হয়। ইনার উচিত এবিষয়ে বেশি করে মুখ খোলার।’
কাঠুয়া ও উন্নাও ধর্ষণ কাণ্ডে মোদির প্রতিক্রিয়ায় তিনি বলেন, কাঠুয়া ও উন্নাও কাণ্ডে প্রধানমন্ত্রী নীরবতা ভাঙায় তিনি খুশি। বিআর আম্বেদকরের জন্মদিনে প্রধানমন্ত্রী জানান, ভারতের কন্যারা সুবিচার পাবে। রেহাই পাবে না দোষীরা।
মনমোহন সিংকে বিজেপি বরাবরই কটাক্ষ করে বলেছে ‘মৌন-মোহন সিং’। এ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের মন্তব্য শুনতে তিনি অভ্যস্ত। তবে সরকারে যাঁরা আছেন সঠিক সময়ে তাঁদের মুখ খোলা উচিত। যাতে সংশ্লিষ্ট দলের অনুগামীরা দিশা দেখতে পান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Hb8EpU
April 18, 2018 at 05:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন