কোরানপাঠ শুনলে মাংস হবে উন্নত মানের!

কুয়ালালামপুর, ৬ এপ্রিলঃ কোরান পাঠ শুনতে শান্তি প্রসারিত হবে, ফলে মাংস হবে ভালো মানের। এই বিশ্বাসে এবার থেকে মালয়েশিয়ায় গোরুদের সামনে হতে পারে কোরান পাঠ। স্থানীয় কেলান্টান প্রদেশের এক্সিকিউটিভ কাউন্সিলের জনৈক সদস্য চে আবদুল্লা মাত নাওয়ি এই প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, কোরান পাঠে যেমন মানুষ শান্তি পান, তেমনি একই ফল মিলতে পারে পশুদের ক্ষেত্রেও। অর্থাৎ যদি গোরু শান্তিপূর্ণ পরিবেশে এবং শান্ত থাকে তবে তার মাংসও হবে উন্নত মানের। তাই গোরুদের সামনে কোরান পাঠের এই প্রস্তাব।

তবে এই প্রস্তাব কবে থেকে কার্যকর হবে তা এখনও ঠিক হয়নি। চে-র দল প্যান-মালয়েশিয়ান ইসলামিক(পিএএস) পার্টি ক্ষমতাসীন হলেও তারা নিজে এ বিষয়ে কিছু করতে চায় না। পিএএস গোঁড়া ইসলাম হিসেবে পরিচিত। চে-র আশা, স্থানীয় কৃষকরা তাঁর এই প্রস্তাব বাস্তবায়িত করবেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Hf5pOX

April 06, 2018 at 01:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top