শ্রীনগর, ১৪ এপ্রিলঃ কাঠুয়া গণধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তি চান জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। শনিবার কাঠুয়া মামলায় বিচারের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। আজ এই আর্জি জানিয়ে তিনি চিঠি লিখেছেন জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি রামলিঙ্গম সুধাকরকে। সরকারি সূত্রে খবর, বিশেষ আদালতে দ্রুত শুনানি চালিয়ে ৯০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে সরকার। মেহবুবা এদিনব জম্মুর বাসিন্দাদের প্রশংসা করে বলেন, তাঁরা যেভাবে সম্প্রদায়িক শক্রিগুলিকে প্রতিহত করে অন্যায়ের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, তা শিক্ষণীয়।
এই মামলায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন দুই পুলিশকর্তা সহ মোট আটজনকে। গতকালই অভিযুক্তদের সপক্ষে কথা বলার জন্য পদত্যাগ করেছেন জম্মু-কাশ্মীরেরে দুই বিজেপি বিধায়ক। নিন্দায় সরব গোটা দেশ। সরব হয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qvW8Ko
April 14, 2018 at 09:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন