মহারাষ্ট্রে কৃষকের আত্মহত্যা, সুইসাইড নোটে দায়ী করলেন প্রধানমন্ত্রীকে

নয়াদিল্লি, ১১ এপ্রিলঃ মহারাষ্ট্রের বিদর্ভে ইয়াবতমাল জেলায় আত্মহত্যা করেন এক কৃষক। ফসল ফলনে ব্যাপক ক্ষতি, সঙ্গে ঋণভারে জর্জরিত হওয়ায় শঙ্কর ভাউরাও চাইরি নামে বছর ৫০-এর ওই কৃষককে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এমনকি সুইসাইড নোটে ওই কৃষক নরেন্দ্র মোদি সরকারের নীতিকেই তাঁর মৃত্যুর জন্যে কাঠগড়ায় তুলেছেন। মৃতদেহের পাশ থেকে পুলিশ একটি হাতে লেখা সুইসাইড নোটও উদ্ধার করেছে। 

রাজুরওয়াড়ি গ্রামের বাসিন্দা ওই কৃষক তাঁর নয় একর জমিতে প্রচুর টাকা ঋণ নিয়ে তুলো চাষ করেছিলেন। একটি স্থানীয় সমবায় সমিতি থেকে ৯০,০০০ টাকা এবং মহাজনের থেকে ৩ লক্ষ টাকা ধার নেন তিনি। কিন্তু পোকা লেগে তাঁর সব তুলো ক্ষেতেই নষ্ট হয়ে যায়। বিপুল ঋণের ভারে জর্জরিত শঙ্কর নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার নিজের ক্ষেতে গিয়ে বিষ খেয়ে নেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা শঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর পরে দীর্ঘক্ষণ তাঁর পরিবার মৃতদেহ নিতে চায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেখানে গিয়ে তাঁদের কথা শুনতে হবে বলে দাবি জানান তাঁরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GQ2FL7

April 11, 2018 at 03:29PM
11 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top