নয়াদিল্লি, ২২ এপ্রিলঃ নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্বাস্থ্য ও শারীর শিক্ষা আবশ্যক করার সিদ্ধান্ত নিল সিবিএসই বোর্ড। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের খেলাধুলোর অভ্যেস বাড়াতে প্রতিটি স্কুলে রোজ একটি করে খেলার পিরিয়ড থাকবে। এর ফলে ছাত্রছাত্রীরা শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক- সবদিক থেকে সুস্থ থাকবে বলে বোর্ডের ধারণা। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই প্রতিটি সিবিএসই স্কুলকে রোজ একটি করে খেলার পিরিয়ড রাখা অত্যাবশ্যক করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিবিএসই বোর্ড ১৫০ পাতার একটি নির্দেশিকা জারি করে তাতে খেলাধুলো সম্পর্কে নির্দেশ দিয়েছে। তা কার্যকর করার পদ্ধতিও বলে দিয়েছে। নির্দিষ্ট পিরিয়ডে রোজ প্রতিটি ছেলেমেয়ে খেলার মাঠে গিয়ে নির্দেশিকায় থাকা যে কোনও শারীরিক কসরত করতে পারবে। সেজন্য গ্রেডও দেওয়া হবে বলে জানিয়েছে সিবিএসই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K57tKr
April 22, 2018 at 05:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন