ভারত সীমান্তে জঙ্গি শিবির আলফার

নয়াদিল্লি, ২৫ এপ্রিলঃ ভারতে বড়ো নাশকতার জন্য ৭টি জঙ্গি সংগঠনের সঙ্গে পরবর্তী কৌশল নিয়ে আলোচনা করল আলফা। জানা গিয়েছে, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সীমান্ত লাগোয়া এলাকায় এটাই তাদের সর্ববৃহত্‍ শিবির।

মায়ানমারের এই জঙ্গি শিবিরে আলফা কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়ার আমন্ত্রণে সাতটি জঙ্গি সংগঠন সম্প্রতি যৌথভাবে জঙ্গি শিবিরে অংশ নেয়। এতে প্রতিটি সংগঠনের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিল। জানা গিয়েছে, এই জঙ্গি শিবিরে আলফা ছাড়াও অংশ নেয় মনিপুরের পিএলএ, কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (কেসিপি), পিপলস রেভলিউশনারি পার্টি অফ কাংলেইপাক (প্রিপাক), ইউএনএলএফ সহ অন্যান্য সংগঠনগুলি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vI0wvA

April 25, 2018 at 06:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top