পুরী, ১৭ এপ্রিলঃ সোমবার দুপুর থেকে ভোগ পাচ্ছেন না পুরীর জগন্নাথদেব। মঙ্গলবার গোটা দিনে একবারের জন্যও ভোগ পেলেন না তিনি। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সেবায়েতদের মধ্যে ঝামেলার জেরেই জগন্নাথদেবকে উপোস করে থাকতে হয়েছে। ঝামেলা এতটাই চরমে যে মঙ্গলবার ওড়িশা বিধানসভার অধিবেশনেও তার প্রভাব পড়ে।
১০ এপ্রিল ওড়িশা হাইকোর্ট পুরী মন্দিরের জগনমোহন কক্ষ ভক্তদের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেয়। এরপর থেকেই পরিস্থিতি জটিল হতে থাকে। কারণ, জগনমোহন কক্ষ খোলা নিয়ে দীর্ঘদিন ধরেই পুরীর সেবায়েতদের মধ্যে দুই গোষ্ঠীর ঝামেলা চলছিল।
সূত্রের খবর, গত রবিবার থেকে পুরীর মন্দিরে পালাদারদের অশান্তি শুরু হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2H8uhLw
April 18, 2018 at 12:21AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন