শিক্ষামন্ত্রীর বাসভবনে বিক্ষোভ

কলকাতা, ১৪ এপ্রিলঃ আচমকা কাজ চলে যাওয়ায় সমস্যায় পড়া কম্পিউটার শিক্ষকরা বিক্ষোভ দেখালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির (আইসিটি) অধীনে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক হিসাবে কাজ করেন তাঁরা। আচমকা গত ৩১ মার্চ প্রায় সাড়ে ছয় হাজার আইসিটি শিক্ষক কর্মচ্যুত হন। এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে প্রতিবাদ আন্দোলন করেও সরকারের সাড়া না মেলায় এদিন তাঁরা শিক্ষামন্ত্রির বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করেন।দিনভর তা চলার পর এক প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। সমস্যা মেটানোর জন্য তিনি আগামী ১৭ এপ্রিল অবধি সময় নিয়েছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় খুশী কর্মচ্যুত শিক্ষকরা।         



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JOyLEH

April 14, 2018 at 11:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top