তীব্র জলসংকটে ভারত

নয়াদিল্লি, ১৩ এপ্রিলঃ তীব্র জলসংকটে পড়তে চলেছে ভারত। এ বার স্যাটালাইটের মাধ্যমে পাওয়া নয়া তথ্য প্রমাণে জানা গেল, সেই দিন আর বেশি দূরে নেই।

স্যাটালাইটের পাঠানো সাম্প্রতিক তথ্যে ভারত ও অন্যান্য কিছু রাষ্ট্রকে সতর্ক করে বলা হয়েছে, ‘সম্পূর্ণ শুকিয়ে যাবে কলগুলি।’ ভারত ছাড়াও বিপদের মুখে রয়েছে মরক্কো, ইরাক ও স্পেন। বিশ্বজুড়ে ৫ লক্ষ জলাধারের জলস্তর নিয়ে গবেষণা চালাচ্ছে স্যাটালাইটটি। দেখা গিয়েছে, ভারতের জলাধারের জলস্তর যেভাবে কমে যাচ্ছে, তাতে খুব শীঘ্রই কলগুলি শুকিয়ে যেতে চলেছে।

ভারতে ইতোমধ্যে বেশ কয়েকটি রাজ্যে জলসংকট দেখা দিয়েছে। গত বছর কম বৃষ্টির কারণে মধ্যপ্রদেশের ইন্দিরা সাগর জলাধারের জলস্তর স্বাভাবিকের এক-তৃতীয়াংশ ছিল। গত মাসে সেচ প্রক্রিয়ায়ও বিরতি দিয়েছে গুজরাট সরকার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EGgyFG

April 13, 2018 at 03:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top