ইঞ্জিন ছাড়াই যাত্রীবাহী ট্রেন ছুটল ১০ কিলোমিটার

ভূবনেশ্বর, ৮ এপ্রিলঃ ইঞ্জিন ছাড়াই প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিল একটি যাত্রীবাহী ট্রেন। শনিবার রাতে আমেদাবাদ-পুরী এক্সপ্রেসের ইঞ্জিন আলাদা করার সময়ই ঘটে বিপত্তি। রেলের এক অফিসারের কথায়, কেশিংগা স্টেশনে ট্রেন থেকে ইঞ্জিন আলাদা করার সময়, ট্রেনের স্কিড ব্রেক দিতে ভুলে যান ট্রেনের চালক। ট্রেনটি সময় মেনে চলছে না দেখে সতর্ক হন রেলের কর্মীরা। তাঁরা রেল লাইনে পাথর রেখে ট্রেনটিকে থামাতে সক্ষম হন। ঘটনায় সুরক্ষিত রয়েছেন সকল যাত্রীই।

রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, টিটলাগড় থেকে কেসিঙ্গার দিক ঢালু। শান্টিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রেলের দুই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন সম্বলপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জয়দীপ গুপ্তা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uVl6rV

April 08, 2018 at 11:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top