২০১৪ সালের শেষ দিকে মডেল নাজনীন আক্তার হ্যাপির সাথে সম্পর্কে জেরে আলোচনায় আসেন তারকা ক্রিকেটার পেসার রুবেল হোসেন। সে সময় বিষয়টা আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালত কোনো সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় রুবেল-হ্যাপি গল্পের সমাপ্তি ঘটে। সেই রুবেল বিয়ে করেছেন অনেক আগেই। কিন্তু এতদিন পর তিনি স্ত্রীকে প্রকাশ্যে আনলেন। শনিবার নিজের ফেসবুক পেজে স্ত্রীর সাথে তোলা দুটো ছবি আপলোড করছেন রুবেল। ক্যাপশনে তিনি লিখেছেন, আমার স্ত্রী। জানা গেছে, ২০১৬ সালে ঘটা করে বিয়ে করেন রুবেল হোসেন। তার স্ত্রীর নাম ইসরাত জাহান দোলা। কিন্তু বিয়ে সম্পর্কিত বিষয়টি সব সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন রুবেল। অবশেষে তিনি ফেসবুকের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনলেন। রুবেল হোসেন আপাতত ক্রিকেটের বাইরে আছেন। শ্রীলঙ্কা সফর শেষ করে ঘরোয়া লিগে কোনো ম্যাচ খেলেননি তিনি। কয়েক দিন আগে ফেসবুকে তিনি জানিয়েছিলেন, তিনি অসুস্থ এবং নিজ জেলা বাগেরহাটেই অবস্থান করছেন। আরও পড়ুন: অপ্রতিদ্বন্দ্বী মুশফিক ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন পেসার রুবেল হোসেন। তিনি এখন পর্যন্ত ২৫টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/০৯:০০/ ২৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2r5ZODS
April 28, 2018 at 10:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top