মাদাম তুসো জাদুঘরে জায়গা পাচ্ছে অভিনেতা মহেশ বাবুর মোমের মূর্তি। দ্বিতীয় তেলেগু অভিনেতা হিসেবে এ মর্যাদা পাচ্ছেন তিনি। এর আগে বাহুবলি সিনেমাখ্যাত অভিনেতা প্রভাসের মোমের মূর্তি মাদাম তুসোতে জায়গা পেয়েছে। এ প্রসঙ্গে মাইক্রোব্লগিং সাইট টুইটারে মহেশ বাবু লেখেন, মর্যাদাপূর্ণ মাদাম তুসোর অংশ হতে পেরে ভীষণ খুশি। খুঁটিনাটি বিষয়ে নজর দেয়ার জন্য শিল্পীদের ধন্যবাদ। অসাধারণ। আরও পড়ুন: সালমান খান কেন হিরো! কয়েকদিন আগে মুক্তি পেয়েছে মহেশে বাবু অভিনীত সিনেমা ভারত আনে নেনু। এতে মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শকের মাঝে বেশ ভালো সাড়া ফেলেছে সিনেমাটি। প্রথম সপ্তাহে ভারত ও ভারতের বাইরে আয় করেছে প্রায় ১২৫ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহেও এটি ভালো আয় করবে বলে ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকরা। মহেশ ছাড়াও ভারত আনে নেনু সিনেমাটিতে অভিনয় করেছে কিয়ারা আদভানি। সিনেমাটি পরিচালনা করেছেন কোরাতলা শিবা। তথ্যসূত্র: রাইজিংবিডি আরএস/0৯:00/ ২৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2I3m20o
April 27, 2018 at 10:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top