“কাজীরবাজার ব্রিজে যুবক খুনের ঘটনায় মামলা দায়ের”

নিজেস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর কাজীরবাজার ব্রিজ এলাকায় ছিনতাইয়ের ভাগ বাটোয়ারা নিয়ে যুবক খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার সকালে নিহতের মা আফতেরা বিবি সিলেট এসএমপির কোতোয়ালী মডেল থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ধারনা করা হচ্ছে ছিনতাইয়ের ভাগ বাটোয়ারা নিয়ে এ হত্যা কান্ডটি ঘটেছে।
নগরীর কাজীরবাজার ব্রিজ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত যুবক মোহাম্মদ আলী (৩০)। তিনি দক্ষিণ সুরমার সিলাম এলাকার আব্দুন নুরের ছেলে। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ছিনতাইয়ের ভাগ বাটোয়ারা নিয়ে ছিনতাইকারীরা মোহাম্মদ আলীকে ছুরিকাঘাত করে   পালিয়ে যায়। এসময় তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় মোহাম্মদ আলীর মৃত্যু হয়।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2r9JF0j

April 27, 2018 at 06:54PM
27 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top