প্রাণনাশের জন্যই বাসভবনে হামলা : ঢাবি উপাচার্য

সুরমা টাইমস ডেস্ক::   ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেছেন, প্রাণনাশের জন্যই প্রশিক্ষিত মুখোশধারীরা তাঁর বাসভবনে হামলা চালিয়েছিলো। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যেই রোববার মাঝরাতে এই হামলা চালানো হয়। তবে এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত নয় উলে­খ করে উপাচার্য বলেন, এজন্য বহিরাগতরা দায়ি। এদিকে, বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি বলেন, বহিরাগতরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। প্রতিবাদে মঙ্গলবার অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনের ঘোষণা দেন তিনি।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই রোববার মাঝরাতে হামলা চালানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে। রাত ১টায় মুখোশ পড়া দুর্বৃত্তরা উপচার্যের বাসভবনে ঢুকে পড়ে ব্যাপক ভাংচুর চালায়। উপাচার্যের পরিবারের সদস্যরা জানান, ভবনের মূল গেট ভেঙে ও দেয়ালের তাঁরকাটা উপড়ে ফেলে হামলাকারীরা বাসায় ঢুকে তান্ডব চালায়। এসময় তাদের হাতে ছিলো রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ।

হামলার সময় গোটা বাসভবনের বিভিন্ন কক্ষের জানালা, আসবাবপত্র, কাঁচের জিনিস, ফ্রিজ, টেলিভিশন, এসি ভাংচুর করা হয়। নষ্ট করা হয় বিশ্ববিদ্যালয়ের জরুরি কাগজপত্র, পুড়িয়ে দেয়া হয় চেয়ারটেবিল। দু’টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়া হয়। হামলকারীরা লুটপাট চালায় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় উপাচার্যের পরিবারের সদস্যদেরও হেনস্তা করে হামলাকারীরা।

ঘটনার পর সোমবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, প্রাণনাশের উদ্দেশ্যেই প্রশিক্ষিত মুখোশধারীরা হামলা চালিয়েছিলো। হামলার আগে সিসি ক্যামেরা অকেজো করাই তাদের উদ্দেশ্য প্রমাণ করে।

এছাড়া দুপুরে, বিশ্ববিদ্যালয়ে ক্লাবে সংবাদ সম্মেলনে এই হামলাকে বর্বরোচিত বলে উলে­খ করে তীব্র নিন্দা জানায় শিক্ষক সমিতি। বহিরাহতরা এই হামলা করেছে জানিয়ে সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল বলেন, বিশ্ববিদ্যালয় ও দেশকে অস্থিতিশীল করতেই একটি মহল এমন অপতৎপরতা চালিয়েছে।

হামলার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচির ঘোষণাও দেন তিনি।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2Hkmbfu

April 09, 2018 at 09:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top