ঢাকা, ২৭ এপ্রিল- কঠিন গ্রুপে বাংলাদেশ কথাটা আর লিখতে হচ্ছে না বা বলা লাগবে না কাউকে। আপাতত গোটা আসরই হবে একটা গ্রুপে। আসন্ন বিশ্বকাপে খেলবে ১০ দল। সব দলই একে অপরের মুখোমুখি হবে একবার করে। ১৯৯২ বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ পদ্ধতি ফিরে এসেছে আবারও। আগামী ২০১৯ বিশ্বকাপ হবে ৯২ বিশ্বকাপের নিয়মেই। লিগ শেষে পয়েন্ট তালিকায় থাকা সেরা চার দল খেলবে সেমিফাইনালে। এর আগে গত বছর ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ে থাকা সেরা আট দল খেলছে সরাসরি বিশ্বকাপ। এরপর আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ যোগ দিয়েছে বিশ্বকাপের মূল মঞ্চে বাচাই পর্ব পেরিয়ে। বলা যায় সেরা দশ দলের লড়াই হবে হাড্ডাহাড্ডি। বিশ্বকাপ শুরু হতে বাকি এখনও ৩৯৭ দিন। তার আগেই শুরু হয়েছে জল্পনাকল্পনা। ৪০০ দিন আগেই ঘোষণা হয়েছে বিশ্বকাপের ম্যাচ সূচি এবং ভেন্যু। আরও পড়ুন :বিশ্বকাপ সূচি চূড়ান্ত: বাংলাদেশের খেলা কখন, কোথায় মোট ১১টি ভেন্যুতে ৪৬ দিনে খেলা হবে ৪৮টি ম্যাচ। আইসিসি যেন এক বছর আগে থেকেই ইঙ্গিত দিল তৈরি হও। ১০ দলের বিশ্বকাপে রাউন্ড রবিন লিগ ফেরায় বেড়েছে ম্যাচের সংখ্যাও। নিজেদের সেরাটা দিয়েই যেতে হবে সেমিফাইনাল রাউন্ডে। এমন খবরে যোগ হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। অধিনায়ক মনে করেন, আসন্ন বিশ্বকাপ যদি খেলা হয় তবে আমার খেলা বিশ্বকাপ আসরগুলোর মধ্যে এটিই হবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর। যে দশটি দল অংশ নিচ্ছে তারা সবাই চাইবে পরের রাউন্ডে যেতে। তাই আশা করাই যায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসর হবে এটি। এর আগে ২০১৭ সালে এই ইংল্যান্ডে হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। সেখানেও আছে বাংলাদেশের সেরা সুখস্মৃতি গুলোর একটি। এই আসরে মাশরাফির নেতৃত্বেই বাংলাদেশ খেলেছিল সেমিফাইনালে। তাছাড়াও ইংল্যান্ডের কন্ডিশন এবং সমর্থদের কথাও বলেন ৩৪ বছর বয়সী এই ওয়ানডে অধিনায়ক। তিনি বলেন, সেখানকার কন্ডিশন আমাদের অনেকটা পরিচিত। মাঠে অনেক সমর্থনও পাওয়া যায়। আশা করি সব নিজেদের পক্ষে থাকলে ভালো কিছুর আশা করছি। উল্লেখ্য, আগামী বছরের ৩০ মে ইংল্যান্ডের ওভালে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেটের ১২ তম আসর। সূত্র: আরটিভি অনলাইন আর/০৭:১৪/০১ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HvJwhz
April 28, 2018 at 04:40AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন