নয়াদিল্লি, ২ এপ্রিলঃ দলিত সংগঠনের ডাকা ভারত বন্ধের ফলে সমস্যার মুখে সাধারণ মানুষ। সোমবার ওড়িশা, পঞ্জাব, বিহার সহ দেশের বিভিন্ন জায়গায় রেল অবরোধ করা হয়েছে। বহু ট্রেন বাতিল হয়েছে বা দেরিতে চলছে। গোলমালের আশঙ্কায় পঞ্জাব সরকার আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে, মোবাইল ইনটারনেট পরিসেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। স্থগিত করে দেওয়া হয়েছে পঞ্জাবে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা।
তপশিলি জাতি ও উপজাতিদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে অবিলম্বে গ্রেফতার সংক্রান্ত আইনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলন করছে সংগঠনগুলি। অন্যদিকে, আজই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাবে কেন্দ্রীয় সরকার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pZsuwZ
April 02, 2018 at 12:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন