চুক্ষ হাসপাতাল রক্ষায় সুশীল সমাজের সাথে মতবিনিময়

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা ও চুক্ষ হাসপাতাল রক্ষায় শনিবার সকালে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ অন্ধকল্যাণ সমিতি ও চুক্ষ হাসপাতাল রক্ষা কমিটি’র আয়োজন এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্য (অব.) রা কমিটির আহবায়ক আলহাজ্ব ড. সিরাজ উদ্দিনের মতবিনিময় সভায় সভাপতিত্ব বক্তব্য রাখেন  সাবকে সংসদ সদস্য জিয়াউর রহমান জিয়া,  প্রফেসর সুলতানা রাজিয়া, মুক্তিযোদ্ধা লায়ন মোহাম্মদ আলী কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মার্জিনা হক, প্রফেসর ইব্রাহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, প্রবীণ হিতৈশী সংঘের সাবেক সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম, সিটি কলেজের অধ্য তরিকুল ইসলাম সিদ্দিকী নয়ন, সমাজ সেবক আলহাজ্ব জহুরুল হক, ডা. মো. দুরুল হোদা, অ্যাড. শাহনেওয়াজ খান পান্না, সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনিরসহ অন্যরা। বক্তারা চাঁপাইনবাবগঞ্জ চুক্ষ হাসপাতালকে রায় চাঁপাইনবাবগঞ্জ অন্ধকল্যাণ সমিতির সকল সদস্যসহ জেলাবাসীকে এগিয়ে আসার আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৪-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2HJv3Ov

April 21, 2018 at 09:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top