ভিড়কে পিষতে ছুটল ট্রাক, মৃত অন্তত ৩

বার্লিন, ৮ এপ্রিলঃ ভিড়কে লক্ষ্য করে প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ৩জন। আহত অন্তত ২০। বাড়তে পারে মৃতের সংখ্যা। শনিবার জার্মানির মানস্টার শহরে কিয়েপেনকার্লের মূর্তির কাছে রাস্তা লাগোয়া ক্যাফে কাম রেস্তোরাঁয় হুড়মুড়িয়ে ঢুকে পড়ে একটি ট্রাক।

পুলিশ জানিয়েছে, এই হামলার পর ওই ট্রাক চালক নিজেও মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। চালক মানসিকভাবে বিপর্যস্তও থাকতে পারে অনুমান। ঘটনার গতিপ্রকৃতি খতিয়ে দেখে পুলিশের ধারণা, এটা পরিকল্পিত হামলা। তবে তদন্ত না গোটানো অবধি নিশ্চিত করে কিছু বলতে নারাজ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EuEJXw

April 08, 2018 at 11:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top