হায়দরাবাদ, ২৭ এপ্রিলঃ অপ্রাপ্তবয়স্ক সন্তানদের গাড়ি চালাতে দেওয়ার অপরাধে গত দুই মাসে হায়দরাবাদ থেকে ২৬ জন অভিভাবককে গ্রেফতার করেছে হায়দরাবাদ ট্রাফিক পুলিশ। এব্যাপারে ট্রাফিকের যুগ্ম কমিশনার অনিল কুমার জানান, ‘চলতি বছরের মার্চে ২০ জন ও এই মাসে ৬ জন অভিভাবককে আদালতের নির্দেশে জেলে পাঠানো হয়েছে অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো নিয়ন্ত্রণ করার জন্যই এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে।’তিনি আরও জানান, কিছুদিন আগে চারজন পড়ুয়া পার্টি করে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় তাদের গাড়ি রাস্তার পাশে এক ব্যক্তিকে ধাক্কা মারে। সেইসময় ওই ব্যক্তি তাঁর ছেলের সঙ্গে ফুটপাতে ঘুমোচ্ছিলেন। ঘটনায় পুলিশ সিসিক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করে। এই ঘটনার পরই অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো থেকে লাগাম দিতে বিভিন্ন সচেতনামূলক অনুষ্ঠান ও অভিভাবকদেরও সতর্ক করা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Hy9RMc
April 27, 2018 at 06:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন