জামায়াত শিবিরের আতংক সিলেটের “আলী”

received_1579954375463892যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদ নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন। সিলেট মহানগরীসহ জেলায় নিজের রাজনৈতিক অবস্থান পোক্ত করে চলেছেন। নগরীতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে ইতোমধ্যেই সমাদৃত হয়েছেন তিনি।

সিলেট জেলা ছাত্রলীগ এর সাবেক সসহ সভাপতি আলী হোসেন বলেন, রাজনীতির বাইরে ব্যক্তিগত জীবনে তিনি বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে যুক্ত। এর মধ্যে অন্যতম প্রতিবন্ধীদের নিয়ে করা সংগঠন। এই সংগঠনের প্রায় এক হাজারের বেশি প্রতিবন্ধীকে নিয়ে কাজ করেন। তাদের সুখ-দুঃখ দেখভাল করার দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে।

আলী হোসেন মনে করেন, সিলেটে আওয়ামী লীগের রাজনীতিকে আরও শক্তিশালী ও আরও সুদৃঢ় করতে প্রয়োজন তরুণ শক্তিকে এগিয়ে আসা। আগামী জাতীয় নির্বাচন ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আগে সংগঠনকে সব দিক দিয়েই ঐকবদ্ধ করা। এবার কেন্দ্রীয় যুবলীগ এ দায়িত্ব পেলে তিনি এই কাজে এগিয়ে আসবেন।
আলী হোসেনের রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে জানা যায় অনেক তথ্য। তার এক ভক্ত-অনুরাগী জানান, আলী হোসেন সিলেট জেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সুনামগঞ্জ শহরের ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আশাকান্দি ছাত্রলীগের সভাপতি, জগন্নাথপুর উপজেলা স্কুল বিষয়ক সম্পাদকের দায়িত্বশীল হিসেবে কাজ করেছেন।

শৈশব থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শে নিজেকে বড় করে তুলেছেন আলী হোসেন। তার শৈশব, কৈশোর, তারুণ আর এখন যৌবনের নানা দিকে তিনি ছড়িয়ে দিতে চান বঙ্গবন্ধুর আদর্শের ফল্গুধারা।

আলী হোসেন সুনামগঞ্জের পর সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এরপর সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও সংগঠনকে শক্তিশালী করেছেন। এরপর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি হিসেবে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন।

সিলেট এমসি কলেজ, সরকারি কলেজের একাধিক ছাত্রলীগকর্মী জানান, আলী হুসাইন ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকেই পড়াশোনার মনোযোগী হওয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করার অনুপ্রেরণা যুগিয়েছেন।

আলী হোসেন প্রতিবেদক কে বলেন,বিগত দিনে যুদ্ধাপরাধ মামলায় নিজামির ফাসির প্রতিবাদে উপশহর রোজ ভিউ এর সামন থেকে শিবির এর গুন্ডারা মিছিল করে গাড়ি ভাংচুর করতে চেয়েছিল, আমি আলী একা প্রতিহত করেছি।১/১১ এর আগে সব সময় জামায়াত শিবিরের বিরুদ্ধে আমার অবস্থান ছিল,এখন ও আছে।

‘আমি সন্ধ্যার পর ছাত্রদের নিয়ে গল্পগুজব বা দল ভারী করি না। রাজনীতি করতে হলে আগে পড়তে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ, বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করতে হবে। ’

তার এক কর্মী বলেন, ‘আলী ভাই আমাদের সঙ্গে আড্ডা বলতে কফি খান, আমাদের নুডলস খাওয়ান। পড়াশোনার খোঁজ-খবর নেন। এর বাইরে শুধু বঙ্গবন্ধুর রাজনীতি।’

আলী হোসেন যুক্ত আছেন শেখ রাসেল স্মৃতি সংসদেও। তিনি সংগঠনের সভাপতি। এছাড়া জামায়াত-শিবির ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে গড়ে তুলেছেন যুদ্ধাপরাধ-জঙ্গিবাদ নির্মূল মঞ্চ। এই সংগঠনের তিনি কেন্দ্রীয় সভাপতি।
আলী হোসেন পূণ্যভূমি সিলেটকে সারা বাংলাদেশে আরও প্রসিদ্ধ করার উদ্যোগ নিতে চান। তার দাবি, সিলেট শহর একটি শুধু একটি নগরীই নয়, এটি সারা দেশের মানুষের আবেগের জায়গা। আমাদের শহরটিকে, জেলাটিকে সুন্দর করে গড়ে তুলতে হবে। আর এই জন্য চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিক সরকার।এবং জামায়াত শিবির থেকে আওয়ামীলীগ সহ সহযোগী সংঘটন এ যারা এসেছেন তাদের মুখোশ উন্মোচন করা,এ নিয়ে গত মাসে কেন্দ্রীয় আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাপ এর কাছে সিলেটে কারা কারা জামায়াত শিবির থেকে এসেছে এবং কাদের মাধ্যমে দলে যোগদান করেছে তাদের লিস্ট ছবি সহকারে উপস্থাপন করেছেন।

আলী হোসেন নিজের অবস্থান সম্পর্কে বলতে কুণ্ঠাবোধ করেন, বলেন-আমি কেমন, বলবে জনগণ।এবং বাংলাদেশের শত্রু জামায়াত শিবির কে শক্ত হাতে মোকাবেলা করবো।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2HsbFpW

April 26, 2018 at 06:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top