নয়াদিল্লি, ২৯ এপ্রিলঃ মুখ থামাচ্ছেন না ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ডায়না হেডেন ও ইঞ্জিনিয়ারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার তরুণ প্রজন্মদের রোজগার নিয়ে অদ্ভূত পরামর্শ দিলেন তিনি। তাঁর কথায়, তরুণ প্রজন্মদের অমূল্য সময় নষ্ট করে সরকারি চাকরির জন্যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের পিছনে না ছুটে অন্যভাবে পয়সা রোজগারের ভাবনা-চিন্তা করা উচিত। সরকারি চাকরির ভাবনা ছেড়ে পানের দোকান খোলার বা গরু কিনে দুধ বেচে টাকা রোজগার করার পরামর্শও দেন তিনি। তাঁর মতে, কেউ যদি পানের দোকান খোলেন, তাহলে তার এখনই পাঁচ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে। দশ বছরে একজন ১০ লক্ষ টাকা রোজগার করতে সক্ষম হবেন।
এর আগে ডায়না হেডেনের ত্বকের রঙ নিয়ে কটাক্ষ করেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। মেকানিকাল ইঞ্জিনিয়ারদের বদলে সিভিল ইঞ্জিনিয়ারদের সিভিল সার্ভিসে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2r3jSXt
April 29, 2018 at 12:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন