কলকাতা, ১৯ এপ্রিলঃ বেশ কিছুদিন আগে মরা মুরগি চক্র শোরগোল ফেলেছিল গোটা রাজ্যে। এবার সামনে এল আরেকটি মাংস সরবরাহকারী বড়ো চক্র। এই চক্র মৃত পশুর দেহ ভাগাড়ে ফেলে দেওয়ার পর সেগুলো পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কলকাতার বিভিন্ন হোটেলে সাপ্লাই দিত।
অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলে বজবজের ময়লা ডিপোর স্থানীয় লোকজন। যদিও চক্রের দুই মূল পাণ্ডা নিমাই এবং সানি পলাতক। ধরা পড়েছে ট্যাক্সি চালক শ্যামলাল এবং বজবজ পুরসভার কর্মী রাজা মল্লিক। অভিযোগ, পুরকর্মী রাজা মল্লিকই ভাগাড়ে ফেলে যাওয়া মৃত পশুর খবর দিত নিমাই বা সানিকে। এরপর ভাগাড় থেকে সেগুলি সংগ্রহ করে কেটে প্রস্তুত করত নিমাইরা। হোটেল ঠিক করার দায়িত্ব ছিল শ্যামলালের। তার মাধ্যমে সেই মাংস পৌঁছে যেত আগে থেকে ঠিক করা হোটেলে।
উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালায়। ধৃত রাজা ও শ্যামলালকে মারধর করে বজবজ থানার হাতে তুলে দেয় স্থানীয়রা। অভিযুক্তরা অপরাধের কথা স্বীকার করে নেয়। খোঁজ চলছে সানি ও নিমাইয়ের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qH66d0
April 19, 2018 at 06:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন