নয়াদিল্লি, ২৮ এপ্রিলঃ সীমান্তে প্রায়ই সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। এনিয়ে ফের নিজেদের কড়া অবস্থানের কথা জানাল ভারত। শুক্রবার পাকিস্তানের ডিজিএমও-র সঙ্গে আলোচনা হয় ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনেরাল অনিল চৌহানের। সেই সময়ই ফের পাক মদতপুষ্ট সন্ত্রাস নিয়ে কড়া বার্তা দেওয়া হয় ভারতের তরফে।
প্রতিদিনই সীমান্তে পাকিস্তান সেনা নয়তো তাদের মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালাচ্ছে বলে জানা গিয়েছে। এবার ভারতের বিরুদ্ধেই সীমান্তে হামলার অভিযোগ আনল পাকিস্তান। সেখানে জেনারাল চৌহান বলেন, পাকিস্তানি সেনা বা তাদের মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালালে তবেই ভারতীয় সেনা পালটা গুলি চালায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2r5KpCy
April 28, 2018 at 11:49AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন