বাবা মোস্ট ওয়ান্টেড চোর! ছেলেরা ডাক্তার-ইঞ্জিনিয়ার

মুম্বই, ১২ এপ্রিলঃ ট্যাক ট্যাক গ্যাং-এর মাথা রবিচন্দ্রণ মুদালিয়ারকে জেরা করে নাজেহাল মুম্বই পুলিশ। ২.৫ লক্ষ টাকা চুরির সঙ্গে জড়িত এই গ্যাং। জেরার সময় অস্পষ্ট তামিলে অসংলগ্ন কথা বলছিলেন অভিযুক্ত। এরপর যখন পুলিশ তাঁর তিন ছেলে ও স্ত্রীকে জেরা করার কথা জানায় তখন কান্নায় ভেঙে পড়ে স্পষ্ট হিন্দিতে সব সত্যি কথা স্বীকার ককরে নেন রবিচন্দ্রণ।

এক পুলিশ অধিকর্তা জানিয়েছেন, নবী মুম্বইতে থাকেন রবিচন্দ্রণের স্ত্রী ও তিন ছেলে। তবে তাঁদের সঙ্গে থাকেন না অভিযুক্ত। রবিচন্দ্রণের বড় ছেলে এমবিবিএস করেছেন। বর্তমানে নবী মুম্বইয়ের একটি হাসপাতাল থেকে এমএস করছেন। মেজো ছেলে ম্যারিন ইঞ্জিনিয়ার। আর ছোট ছেলে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন। তাঁদের ডেকে পাঠানো হবে বলে হুমকি দেওয়ায় কান্নায় ভেঙে পড়েন অভিযুক্ত। স্বীকার করে নেন তাঁর অপরাধ। লুকিয়ে রাখা ১.৫ লাখ টাকার সোনার গয়না উদ্ধার করা হয়।
সাধারণত পথচলতি গাড়িকে টার্গেট করত ট্যাক ট্যাক গ্যাং। প্রথমে গাড়ির চালককে দরজা খুলতে বলা হত। এরপর সুযোগ বুঝে বাকিরা গাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র, দামি স্মার্টফোন ও ল্যাপটপ নিয়ে চম্পট দিত তারা। এমনই একটি অভিযোগের ভিত্তিতে চলতি মাসের শুরুর দিকে রবিচন্দ্রণ-সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৭ সালের এসবিাই এটিএম-এর ক্যাশ ভ্যান থেকে ১.৬ কোটি টাকা চুরির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HuG3MZ

April 12, 2018 at 06:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top