অভিবাসন মিডিয়া অ্যাওয়ার্ড দেশ সেরা পুরস্কার পেলেন সাংবাদিক কামরুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির পক্ষ থেকে এ বছর ১৪ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে। এদের মধ্যে আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে দেশ সেরা অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মো. কামরুল ইসলাম। কামরুল ইসলাম দৈনিক জালালাবাদে অভিবাসীদের দুঃখ-কষ্ট ও তাদের নানান সমস্যার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেন। তার এই প্রতিবেদন ব্র্যাক অভিবাসন কর্মসূচীর পর্যবেক্ষনে সেরাদের তালিকায় স্থান করে নেয়। গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে দেওয়া হয় ‘অভিবাসন মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৭’। প্রতি বছরে ন্যায় অভিবাসন বিষয়ক সংবাদ ও আলোকচিত্রের জন্য এ পুরস্কার দেওয়া হয়। মোট ছয়টি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়।
সংবাদপত্র (জাতীয়) বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন সমকাল পত্রিকার আবু যর আনছার উদ্দীন আহাম্মেদ। দ্বিতীয় ঢাকা ট্রিবিউনের আদিল সাখাওয়াত এবং তৃতীয় নিউএজ পত্রিকার মুহম্মদ ওয়াসিম উদ্দিন ভুঁইয়া। আঞ্চলিক বিভাগে পুরস্কার পেয়েছেন দৈনিক জালালাবাদের মো. কামরুল ইসলাম।
টেলিভিশন প্রতিবেদনে প্রথম পুরস্কার পেয়েছেন সময় টিভির আশীষ কুমার সরকার। দ্বিতীয় একাত্তরের ঝুমুর বারী এবং তৃতীয় মাছরাঙার মাশরেক রাহাত। রেডিও প্রতিবেদনে পুরস্কার পেয়েছেন রেডিও টুডের সালেহ নোমান। অনলাইন বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন ঢাকা ট্রিবিউনের মো. ফজলুর রহমান। দ্বিতীয় দ্য রিপোর্ট ২৪.কমের মো. কাওসার আজম এবং তৃতীয় বেনার নিউজের জেসমিন আক্তার।
এ বছরই প্রথমবারের মতো আলোকচিত্র বিভাগে পুরস্কার দেওয়া হয়। এ বিভাগে প্রথম হয়েছেন দৈনিক প্রথম আলোর সাইফুল ইসলাম, দ্বিতীয় প্রথম আলোর আবদুস সালাম এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন আল জাজিরা ও ঢাকা ট্রিবিউনের মাহমুদ হোসেন অপু। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের ডেপুটি চিফ অব মিশন আবদুস সাত্তার ইসোভ এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ। অভিবাসীদের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকাবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2qJg64B

April 18, 2018 at 11:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top