ব্যাংকক, ২৫ এপ্রিল- শ্যুটার অর্ণব শাহরিয়ার যুব অলিম্পিকে নাম লিখিয়েছেন গত ডিসেম্বরে জাপানে অনুষ্ঠিত এশিয়ার এয়ারগান চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলের ইয়ুথ বিভাগে রৌপ্য জিতে। আগামী অক্টোবরে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত যুবাদের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতায় সরাসরি খেলবেন অর্নব। এবার আর্জেন্টিনা যাওয়ার স্বপ্ন চওড়া হলো বাংলাদেশের যুব হকি দলেরও। থাইল্যান্ডে চলমান অলিম্পিক বাছাই হকিতে দুর্দান্ত শুরুও করেছে বাংলাদেশ। বুধবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১০ গোল দিয়েছে সিঙ্গাপুরকে। হজম করেছে ৪ গোল। ১০-৪ ব্যবধানে জিতে আগের আসরের মতো যুব অলিম্পিকে যাওয়ার পথে একধাপ এগিয়ে গেলো লাল-সবুজ জার্সিধারী যুবারা। এ টুর্নামেন্টের আগের আসরে ফাইনালে উঠে পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। বাছাই পর্বের দ্বিতীয় দল হিসেবে ২০১৪ সালে নানজিন যুব অলিম্পিক গেমসে খেলেছিল বাংলাদেশের যুবারা। নানজিনে বাংলাদেশ হয়েছিল দশম। থাইল্যান্ড অনুষ্ঠিত বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের ১০ গোলের তিনটি করেছেন মহসিন। দুটি করে গোল করেছেন শাওন, আবেদ ও শিশির। একটি গোল করেছেন রাকিবুল হাসান। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২৯ এপ্রিল কম্বোডিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ মালয়েশিয়া, পাকিস্তান ও চাইনিজ তাইপে। থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে লাল-সবুজদের মালয়েশিয়ান কোচ গোবিনাথান কৃষ্ণমূতি বলেছিলেন, অলিম্পিকে যাওয়ার লক্ষ্যটা সহজ নয়। কারণ, মালয়েশিয়া ও পাকিস্তানের মতো দেশ আছে গ্রুপে। অধিনায়ক সোহানুর রহমান সবুজ বলেছিলেন, তাদের লক্ষ্য কোয়ালিফাই করা। শেষ পর্যন্ত সাফল্যের ধারা অব্যাহত থাকবে কি না সময়ই বলে দেবে সেটা। তবে শুরুটা তো দুর্দান্তই হলো সবুজদের। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/২৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qZ6vaz
April 26, 2018 at 04:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন