নয়াদিল্লি, ১৬ এপ্রিলঃ আগামী কয়েকদিনের মধ্যেই সারা দেশজুড়ে বাড়তে চলেছে গরমের তীব্রতা। আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে প্রয়োজনের চেয়ে কম বৃষ্টি হওয়ায় দেশের ৪০৪টি জেলায় দেখা দিতে পারে জলসংকট। এর মধ্যে ১৪০টি জেলাকে অক্টোবর ২০১৭ থেকে মার্চ ২০১৮ পর্যন্ত তীব্র শুষ্ক বলা হয়েছে। ১০৯টি জেলা ছিল মাঝারি রকমের শুষ্ক এবং ১৫৬টি জেলায় ছিল স্বল্প শুষ্কতা। স্ট্যান্ডার্ড প্রেসিপিটেশন ইন্ডেক্স অনুযায়ী, গত বছরের জুন মাস থেকে এখনও পর্যন্ত দেশের ৩৬৮টি জেলায় ছিল তীব্র থেকে হালকা শুষ্ক অবস্থা।
প্রতিবছর গরমে সারা দেশজুড়েই জলসংকট দেখা দেয়। তবে এবছর শীতে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে অত্যন্ত কম হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ শুষ্ক জেলাই রয়েছে উত্তর, মধ্য এবং পশ্চিম ভারতে। সেই সঙ্গে রয়েছে বিহার এবং ঝাড়খন্ডের কিছু অংশও। তবে সবচেয়ে বেশি বৃষ্টির ঘাটতি রয়েছে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JKYjT7
April 16, 2018 at 04:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন