যোধপুর, ০৭ এপ্রিল- আজও জামিন পাচ্ছেন না বলিউড সুপারস্টার সালমান খান। গতকাল শুক্রবার কৃষ্ণসার হরিণ চোরাশিকার মামলায় তাঁর জামিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে রায় স্থগিত রাখে আদালত। কথা ছিল আজ শনিবার সালমানের সেই আবেদনের শুনানি হবে। কিন্তু হঠাত্ই যোধপুর দায়রা জজ আদালতের যে বিচারপতির তাঁর আবেদন শোনার কথা ছিল তাঁরই বদলি হয়ে যাওয়ায় আজও সালমানের জামিনের শুনানি হচ্ছে না। জানা গেছে, আজ শনিবার সালমান খানের জামিনের আবেদন শোনার কথা ছিল রাজস্থান হাই কোর্ট যোধপুরের দায়রা জজ আদালতের বিচারপতি রবীন্দ্র কুমার যোশীর। কিন্তু যোশীসহ আরও ৮৭ জন জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতিদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন:সালমান জেলে যাওয়ায় খুশি সোফিয়া হায়াৎ এদিকে সালমানের শাস্তিতে হতাশা প্রকাশ করেছেন বলিউডের অনেক অভিনেতাই। অন্যদিকে যোধপুরের ডিআইজি (কারা) বিক্রম সিং জানিয়েছেন জেলে স্টার হিসেবে কোনও বিশেষ সুবিধে দেওয়া হবে না সালমান খানকে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমান খানকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই তাঁকে যোধপুর সেন্ট্রাল জেলে রাত কাটাতে হচ্ছে। সূত্র: এই সময় এমএ/ ১০:৪৪/ ০৭ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GKl73p
April 07, 2018 at 05:01PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন