সেরা ফুটবলার হলেই সেরা কোচ হওয়া যায় এটা ঠিক না তা আরেকবার প্রমাণ করলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা। এখন পর্যন্ত জাতীয় দল সহ কয়েকটি দলের কোচ হলেও সাফল্য এনে দিতে পারেননি তিনি। তাই এবার সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ফুজাইরাহর কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ডিয়াগো ম্যারাডোনা। দলটি অবনমন এড়াতে না পারায় ম্যারাডোনা এই ঘোষণা দেন। শুক্রবার আল ফুজাইরাহ ক্লাব খোর ফাক্কানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। ফার্স্ট ডিভিশন লিগে দলটি তৃতীয় স্থানে থেকে শেষ করে। আরও পড়ুন: আজীবন নিষিদ্ধ ব্রাজিলের ফুটবলপ্রধান ম্যারাডোনা মে মাসে দলটির ম্যানেজার হিসেবে যোগ দেন। এর আগে ২০১১-১২ মৌসুমে আরব আমিরাতের আরেকটি ক্লাব আল ওয়াসালের কোচ ছিলেন। ম্যারাডোনা এর আগে আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং করান। ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত মেসিদের দায়িত্বে ছিলেন তিনি। জাতীয় দলেও ম্যারাডোনা কোচ হিসেবে ব্যর্থ ছিলেন। তার অধীনে খেলার সময় ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। সেই বিদায় ছিল যথেষ্ট করুণ। জার্মানির বিপক্ষে রীতিমতো উড়ে গিয়েছিল আর্জেন্টিনা। জার্মানদের প্রতি-আক্রমণের মুখে কৌশলগতভাবে পুরোপুরি মার খেয়ে যান ম্যারাডোনা। সে ম্যাচে ফল ছিল ৪-০। তথ্যসূত্র: আরটিভি অনলাইন আরএস/০৯:০০/ ২৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2r5kxaH
April 28, 2018 at 11:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top