মুম্বাই, ১৩ এপ্রিল- ফ্রাঞ্চাইজিভিত্তিক সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের পর্দা উঠেছে গত ৭ এপ্রিল। চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে মাঠে গড়ায় এবারের আইপিএল। প্রতিবারের মতো এবারের আসরেও আটটি দল অংশ নিয়েছে। বাংলাদেশের দুই জন ক্রিকেটার এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে খেলছেন। ক্রিকেট বিষয়ক শীর্ষ ওয়েবসাইট ক্রিকইনফো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর গত তিন আসরের সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে নারীদের কুস্তির সেমিতে বাংলাদেশের শিরিন পারফরম্যান্সের ভিত্তিতেই করা হয়েছে এ তালিকা। যেখানে বোলারদের সেরা পাঁচে রয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। ইকনোমি রেটের দিক দিয়ে এবার তিনি আছেন তালিকার ৪ নম্বরে। সেরা বোলারদের তালিকার এক নম্বরে আছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তার স্মার্ট ইকনোমি রেট ৫.২৯। দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের স্মার্ট ইকনোমি ৫.৬৮। আর ৬.০৮ স্মার্ট ইকনোমি নিয়ে ৩ নম্বরে ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইন। চার নম্বরে থাকা মুস্তাফিজের স্মার্ট ইকনোমি রেট ৬.৩২। পঞ্চম স্থানে ৬.৬১ স্মার্ট ইকনোমি নিয়ে আছেন ক্রুনাল পাণ্ডিয়া। সূত্র: বিডি২৪লাইভ আর/১৭:১৪/১৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GZ4HbF
April 14, 2018 at 12:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top