বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় প্রবাসী নিহত

IMG_20180416_175118_173বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় ফিরোজ আলী (৩৮) নামের এক সৌদি আরব প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাঝগাঁও গ্রামের মাহমদ আলীর পুত্র। সোমবার (১৬এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বিশ্বনাথ-রামপাশা সড়কের নরশিমপুর নামক স্থানে এঘটনাটি ঘটে। এসময় মোটরসাইকেল চালক আব্দুল গণি (৩৭) আহত হন। মোটরসাইকেল আরোহী ফিরোজ আলীকে গুরুত্বর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত ফিরোজ আলী সোমবার সকালে ১০টায় তার বন্ধু উপজেলার সিংগেরকাছ শেখেরগাঁও গ্রামের মদরিছ আলীর পুত্র আব্দুল গণির মোটরসাইকেল যোগে বিশ্বনাথ উপজেলা সদরে যাওয়ার পথে বিশ্বনাথ-রামপাশা সড়কের নরশিমপুর নামক স্থানে পৌঁছামাত্র বিপরিত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী প্রবাসী ফিরোজ আলী মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হন। তাৎক্ষণিকভাকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্ত ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ফিরোজ আলীর।
নিহত ফিরোজ আলী ২সন্তানের জনক। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তিনি ছুটি কাটাতে দেশে আসেন বলে জানা যায়।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2HqwL76

April 16, 2018 at 06:01PM
16 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top