ময়নাগুড়ি, ২৩ এপ্রিলঃ তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন ৩ জন তৃণমূল কর্মী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের আবাসতলি বুথে।
গতকাল তৃণমূল কর্মী বজলে রহমানের বাড়িতে তৃণমূল কর্মীরা দলীয় বৈঠক করছিলেন। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীরা হামলা চালায়। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনায় গুরুতর আহত হন ককিল বসাক, গৌতম বসাক ও বিশ্বজিত বসাক নামে তিন তৃণমূল কর্মী। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ককিল বসাকের মাথায় আঘাত গুরুতর থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকি দুজন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সহ সভাপতি দুলাল দেবনাথ জানিয়েছেন, ঘটনার পর ময়নাগুড়ি থানায় দশজন বিজেপি কর্মীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির জেলা সম্পাদক অনুপ পাল জানিয়েছেন, তৃণমূল কর্মীদের অন্তদ্বন্দে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে বিজেপির কোনো যোগ নেই। এলাকায় উত্তেজনা থাকায় র্যাফ নামানো হয়েছে। ঘটনায় জরিত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
সংবাদদাতাঃ অভিরূপ দে
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HUPOo3
April 23, 2018 at 11:27AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন