কলকাতা, ২৮ এপ্রিলঃ বাড়িতেই জালনোটের ছাপাখানা। বরাহনগরের একটি বাড়িতে উত্তর ২৪ পরগনার পুলিশ হানা দিয়ে গ্রেফতার করেছে অভিযুক্ত কৃষ্ণ পোড়ে ও তার সহযোগী অর্ঘ সাহাকে।
স্থানীয় একটি দোকানের মাধ্যমেই জালনোটের কারবার প্রকাশ্যে আসে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে বরাহনগরের কালীমাতা লেনের এক দোকানে কিছু জিনিস কিনে ২০০ টাকার নোট দেয় কৃষ্ণ পোড়ে নামে এক যুবক। পরে অন্য একটি দোকানে গিয়ে ২০০ টাকার নোট ভাঙাতে গিয়ে ধরা পড়ে যায় সে। তাকে আটকে রেখে পুলিশে খবর দেন দোকান মালিক। বাড়িতে হানা দিয়ে প্রিন্টিং মেশিন, স্ক্যানার, ২০০ টাকার জালনোট বাজেয়াপ্ত করে।
অভিযুক্ত কৃষ্ণ পোড়ের মা জানিয়েছেন, সদ্য পড়াশোনা শেষ করে কৃষ্ণ(২১) বাড়িতে কাজ করবে বলে অফসেট প্রিন্টিং মেশিন কিনে দিতে বলে বাবাকে। মাস দুয়েক আগে বাবা সেই মেশিনও কিনে দেয় তাকে। এরপর থেকেই সেখানে চলতে থাকে নোট ছাপানোর কাজ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HCCFmU
April 28, 2018 at 06:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন