‘আশা করছি, কাঠুয়া গণধর্ষণকাণ্ডে অপরাধীদের শাস্তি দেবে ভারত’, বললেন রাষ্ট্রসংঘের প্রধান

নয়াদিল্লি, ১৪ এপ্রিলঃ জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় ৮ বছরের শিশুর গণধর্ষণ ও খুনের ঘটনায় এবার মুখ খুলল রাষ্ট্রসংঘ। এই ধর্ষণকাণ্ডকে ‘ভয়ঙ্কর’ বলে চিহ্নিত করলেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস। তিনি ভারতীয় প্রশাসনের কাছে আবেদন করেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যেন উপযুক্ত শাস্তি হয়।

শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে অ্যান্টোনিও গুতেরেস-এর মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এই ধর্ষণ ও খুনের ঘটনা আমরা দেখেছি। ছোট্ট মেয়েটির সঙ্গে যে ভয়ংকর ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখের। আমরা আশা করছি ভারতের প্রশাসন অপরাধীদের উপযুক্ত শাস্তি দেবে।’

গত ১০ জানুয়ারি মাসে কাঠুয়ায় নিজের বাড়ির সামনে থেকে অপহরণ করা হয় ওই মেয়েটিকে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে নেশাচ্ছন্ন করে তাকে বার বার ধর্ষণ করা হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qwp4lx

April 14, 2018 at 03:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top