কলকাতা, ৩০ এপ্রিলঃ মানুষের শরীরে সন্ধান মিলল ভাগাড়ে থাকা ভয়ংকর জীবাণুর। জানা গিয়েছে, টক্সোপ্লাজমোসিসে আক্রান্ত হলেন ১৪ জন। এফএনএসির পরীক্ষায় মিলল টক্সোপ্লাজমোসিস জীবাণুর হদিশ। আক্রান্তরা সবাই দক্ষিণ কলকাতার বাসিন্দা। প্রত্যেকের শরীরেই বিপজ্জনক মাত্রায় মিলল ‘টক্সোপ্লাজমা গোন্ডি’। এই ‘প্যারাসাইট’ বা পরজীবী মূলত বিড়ালের শরীরে থাকে। বিড়ালের মাংস বা বিষ্ঠা থেকে মানুষের মধ্যে ছড়ায়। আক্রান্তের ঘাড়ের কাছে ফোলা, আচমকা জ্বর। সময়ে চিকিত্সা না হলে শিশুর দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা। ক্ষতি হতে পারে শিশুদের রেটিনার। মা আক্রান্ত হলে গর্ভস্থ শিশুরও ক্ষতির আশঙ্কা। বাধা পেতে পারে গর্ভস্থ শিশুর মস্তিস্কের গঠন।
এমন ঘটনা অত্যন্ত বিরল বলেই জানিয়েছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, ভাগাড়-কাণ্ডের জেরে কলকাতার বহু মানুষ এমন টক্সোপ্লাজমোসিসে আক্রান্ত হয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rfZ6nJ
April 30, 2018 at 06:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন