গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে নারীদের কুস্তিতে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের শিরিন সুলতানা। কেনিয়ার লিলিয়ান এন্থিগাকে হারিয়ে লাল-সবুজদের হয়ে আরেকটি পদক জয়ের সম্ভাবনা জাগিয়েছেন ইসলামিক সলিডারি গেমসে ব্রোঞ্জ জেতা এ কুস্তিগির। শুক্রবার কারারা স্পোর্টস গ্রাউন্ডে নারীদের ৬৮ কেজি কুস্তি ডিসিপ্লিনে ৮ পয়েন্ট অর্জন করেন শিরিন। তার ক্লাসিফিকেশন পয়েন্ট ৫। পরের লড়াইয়ে অবশ্য হতাশ করেছেন শিরিন। নাইজেরিয়ার ব্লেসিং ওবরুদুদুর কাছে হেরেছেন। এ ম্যাচে পাননি একটি পয়েন্টও। এরপরও সেমি নিশ্চিত হয়েছে তার। সেখানে শিরিনের প্রতিপক্ষ কানাডার ড্যানিয়েলা লোপেজ। আরও পড়ুন: সাকিবকে হারিয়ে দিলেন মোস্তাফিজ শিরিনের সেমির লড়াই শুক্রবারই। বাংলাদেশ সময় রাত ৯টা ৫৪মিনিটে সেমির পরীক্ষায় নামতে হবে তাকে। আর ফাইনালে উঠতে পারলে তার কিছু পরই সোনার পরীক্ষা। কুস্তিতে ভাল খবর থাকলেও মেয়েদের শুটিংয়ে নেই ভাল খবর। ৫০ মিটার রাইফেল ডিসিল্পিনে ১২ ও ১৩তম হয়েছেন বাংলাদেশের দুই নারী শুটার শারমিন শিল্পা ও সুরাইয়া আকতার। তথ্যসূত্র: চ্যানেল আই অনলাইন এআর/১১:৪০/১৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Hwvh9d
April 13, 2018 at 05:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top